ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈশ্বরদীতে শান্তিপূর্ণভাবে ভোট চলছে ৭ ইউপিতে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
🕐 ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

ঈশ্বরদীতে শান্তিপূর্ণভাবে  ভোট চলছে ৭ ইউপিতে

পাবনার ঈশ্বরদীতে ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঈশ্বরদীর সাহাপুর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।

ঈশ্বরদী নির্বাচন অফিসার আশরাফুল হক বলেছেন, আশা করছি, ঈশ্বরদীর ৭ ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ফোর্স রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, র‌্যাব, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এছাড়া মাঠে রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল থেকে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 
Electronic Paper