ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রূপগঞ্জে স্বেচ্চাসেবীদের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড ক্যাম্পিং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

রূপগঞ্জে স্বেচ্চাসেবীদের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড ক্যাম্পিং

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্চাসেবী সংগঠন পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লা ফান্ডের আয়োজনে এবং যুব শক্তি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক স্থানীয় স্কুল শিক্ষার্থী ও দরিদ্র রোগীদের মাঝে বিনামুল্যে ব্লাড ক্যাম্পিং বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেয়া হয়েছে।

 

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পিতলগঞ্জ এলাকার আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে চলে এ কার্যক্রম। এতে বিানমুল্যে চিকিৎসাসেবা দেন রাজধানীর পঙ্গু হাসপাতালের ফিজিও থেরাপিস্ট ডাক্তার ইমামুল ইসলাম, ডিকেএমসি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নাসিম ভুঁইয়া।

এ সময় সেবাদানে অংশ নেন স্বেচ্চাসেবী সংগঠন পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লা ফান্ডের উপদেষ্টা মনিরুল হক ভুইয়া, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সভাপতি খাইরুল ইসলাম ভুঁইয়া, সাধারন সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুইয়া, কোষাদক্ষ্য খলিল ভুইয়া, অনির্বাণ শিশু উন্নয়ন সংস্থ্যার সভাপতি সোহেল রানা, জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিগার সুলতানা রোজিনা, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, সাধারন সম্পাদক জাকির মোল্লা, কাউছার, সজীব, একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভুইয়া আবু ওবাইদা, শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নয়ন দাশ,পূর্বাচল আদর্শ সেবা সংঘের রাশেদ ফকির, নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংস্থ্যার সেবক ইফতেখার ভুইয়া রিদেন প্রমূখ।

এ সময় স্থানীয় ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থী ও আশপাশের ১৫ গ্রামের ৬শতাধিক রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ব্লাড ক্যাম্পিং থেকে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।

 
Electronic Paper