ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মামুনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মামুনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন (২৭) মারা গেছেন।

 

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন মারা গেছেন। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ। সবার অবস্থাই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিন পোশাক শ্রমিক দগ্ধ হন।

তাদের সহকর্মী রিয়াজ বলেন, দগ্ধ তিনজনই অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিক। তারা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

 
Electronic Paper