সরিষাবাড়ীতে তরুণ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
🕐 ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এবার ইউপি নির্বাচনে সবচেয়ে কমবয়সী তরুণ প্রার্থী শরীফ আহাম্মেদ নিরব নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছে।
শরীফ আহাম্মেদ নিরব উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকল কাগজপত্র আজ বৃহস্পতিবার উপজেলার কামরাবাদ ও সাতপোয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর নিকট জমা দেন।
এ সময় কামরাবাদ ইউনিয়নের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রার্থী কামরাবাদ ইউনিয়নের কৃষক আব্দুল হাকিম ও গৃহনী শিরিন আক্তার এর ছেলের শরীফ আহাম্মেদ নিরব। তার বয়স ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ০৯ অনুযায়ী ২৫ বছর ৯ মাস ১৬ দিন।
তরুণ প্রার্থী হবার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে সাধারণ ভোটাররা জানান, এরা তারুণ্যকে কাজে লাগিয়ে তার ইউনিয়নকে আরো এগিয়ে নেবার কাজ করতে পারবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
