ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কবি ও পাঠক কথোপকথন

হোসাইন আল-নাহিদ
🕐 ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

কবি ও পাঠক কথোপকথন

পাঠক : ভাইয়া, কেমন আছেন?
কবি : ভালো আছি। আপনি কেমন আছেন?

পাঠক : আমিও ভালো। ভাইয়া, আপনার ফেসবুকে পোস্ট দেওয়া সব লেখাই আমি পড়ি। সময়ের অভাবে লাইক কমেন্ট করা হয় না। আপনার লেখাগুলো পড়ে যত মজা পাই তা অন্য সবার লেখাতে তেমন পাই না। আপনি সত্যি লেখার জাদুকর।
কবি : শুনে অনেক খুশি হলাম। অনুপ্রেরণা পেলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।
পাঠক : ভাইয়া, আমাকে কখনোই ভুলে যাবেন না। আমি আপনার লেখার বিরাট ভক্ত। আপনার লেখাগুলো পড়ার সুযোগ দিয়েন সবসময়।
কবি : ভুলব কেন ভাইয়া? আপনাদের জন্যই তো লিখি। আপনারা যারা পড়তে ভালোবাসেন এরাই তো লেখকের সব। সবসময় পাশে আছি, থাকব। আপনি থাকবেন সবসময়।
পাঠক : অসংখ্য ধন্যবাদ। আমার নামে একটা কবিতা লিখে দেন প্লিজ...। কবি : আপনার সম্পর্কে তো কিছুই জানি না। মাত্রই প্রথম কথা হলো। কেমনে কী লিখব?
পাঠক : আমার নাম, বাবার নাম, মায়ের নাম, অমুক গ্রামে থাকি...। পড়াশোনা করি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। আমার গার্লফ্রেন্ডের নাম জরিনা। এক্সের নাম ছকিনা। আমি শিঙাড়া খেতে ভালোবাসি। প্রিয় নায়ক হিরো নাট-বল্টু। প্রিয় খেলা ছাগল চোর। ভাইয়া, এখন তো সব জানলেন, লেখেন প্লিজ...। কবি : অ্যাঁ... এভাবে কেমনে লিখব? দুঃখিত ভাই মাফ করবেন। এভাবে জেনে কিছু লিখতে পারছি না। সবসময় যোগাযোগ রাখবেন পরে একসময় আপনার সম্পর্কে ভালো জানাশোনা হলে চেষ্টা করব।
পাঠক : ছালের কবি, কী দুই লাইন লেখে আর এতেই মহাকবির পার্ট নেওয়া শুরু করছে। এরকম আরও কত দেখলাম! কবি : ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়। পাঠক : ব্লক... (This person is unavailable on messager.)
নয়ারহাট, চিলমারী, কুড়িগ্রাম

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper