ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৬৮ বছর পর ৫০ বিঘা জমির দখল পেলেন বাদী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

৬৮ বছর পর ৫০ বিঘা জমির দখল পেলেন বাদী

১৯৫৩ সালে শুরু হওয়া বিরামপুর উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে গতকাল শনিবার প্রশাসন উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা দিয়ে বাদী পক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বর্তমান বিরামপুর উপজেলার কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে ৭নং বাটোয়ারা মামলার সূত্রপাত হয়।

দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে দিনাজপুর জেলার যুগ্ম আদালত বাদী নাহিম চৌধুরী দিং পক্ষে ডিক্রি প্রদান করেন।

করোনাকালে বিলম্বের পর আদালত বাদী পক্ষকে উল্লেখিত জমি ২০ নভেম্বর’২১ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়। সে মোতাবেক গতকাল শনিবার জেলা জজ আদালতের নাজির শাহ আলম, অ্যাডভোকেট কমিশনার আনারুল ইসলাম সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে, লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আইনি সহায়তা প্রদানের জন্য এসেছি।

 

 
Electronic Paper