বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিয়েছে এই আন্দোলন। কৃষকরা পেয়েছেন অনেকের সমর্থন। সমালোচনাও মিলেছে অনেক। দেশের সীমানা টপকে ভারতীয় কৃষকদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক সুপারস্টাররাও। সংগীত শিল্পী থেকে আন্তর্জাতিক পর্ন তারকা, সমর্থকের তালিকাটা বেশ লম্বা
২০২০-র ফেব্রুয়ারি মাসে ভারতের এই কৃষক আন্দোলনের পাশে দাঁড়ান আন্তর্জাতিক সংগীত শিল্পী রিহানা।
আন্তর্জাতিক খ্যাতীসম্পন্ন সুইডেনের সমাজকর্মী গ্রেট থানবার্গ কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করেন।
মার্কিন ব্লগার আমান্ডা সার্নির সমর্থন পান কৃষকরা।
ভারতীয় কৃষকদের সমর্থন করেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আত্মীয় মীনা হ্যারিস।
কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করেন আন্তর্জাতিক মডেল তথা পর্ন ছবির অভিনেতা মিয়া খালিফা।
গ্র্যামি পুরস্কারের (Grammys) মঞ্চে কৃষক আন্দোলনের পক্ষে আওয়াজ তোলেন প্রখ্যাত ইউটিউবার লিলি সিং।