ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় ভিডিও দেখে গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালি
🕐 ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় ভিডিও দেখে গ্রেফতার ৩ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুর নবী ।

এছাড়াও পূজা মন্ডপপ হামলার ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করি। পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 
Electronic Paper