ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনারগাঁয়ে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

সোনারগাঁয়ে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ ৫’ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত কাচঁপুর হাইওয়ে পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিমখান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে ফলের ও টং ঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব  অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মোগরা পাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে ফলের দোকান, সওজের জায়গায় গড়ে তোলা ৫’ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 
Electronic Paper