ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।

হতাহত সেনা সদস্যরা একটি বাসে করে যাচ্ছিলেন। পথেই রাস্তার পাশে থাকা দুটি বোমা বিস্ফোরিত হয়।

বুধবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে মধ্য দামেস্কের হাফিজ আল আসাদ সেতুতে ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসটি দেখানো হয়।

টেলিভিশন সংবাদে বলা হয়, শিশুরা যখন স্কুলে যাচ্ছিল এবং চাকরিজীবীরা তাদের কাজে, সে সময় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। সিরিয়ার কর্মকর্তারা এটাকে ‘সন্ত্রাসী’ হমলা বলে বর্ণনা করেছেন।

সিরিয়ার কিছু এলাকায় এখনও জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্ট্যাট) সক্রিয় রয়েছে। তারা প্রায়ই দেশটির সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সিরিয়ার মরু অঞ্চলগুলোয় তারা বেশি সক্রিয়। তবে এই বোমা হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

 
Electronic Paper