ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানায় যোগদানের পর মামলার তদন্তে সাফল্য, ক্লুলেস মামলায় রহস্য উন্মোচন, আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নিরাপদ পরিবেশ তুলনামূলক শান্ত পরিবেশ বজায় রাখা, মাদক ও সন্ত্রাস দমনে অবস্থান নেয়াসহ বিভিন্ন দক্ষতায় ঢাকা বিভাগীয় জেলার সকল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রদ্ধেয় এএফএম সায়েদ।

মঙ্গলবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভা ২০২১ তে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার)'র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপরাধ), জিহাদুল কবির, বিপিএম,পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) নূরে আলম মিনা, বিপিএম, পিপিএম,সহ রেঞ্জের উর্ধতন কর্মকর্তাগণ। এ সভায় ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিষয় ভিত্তিক অফিসারদের পুরস্কৃত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঢাকা রেঞ্জ আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাতে ধন্য হয়েছি,কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে দায়িত্ববোধ আরো বাড়লো। দায়িত্বরত এলাকা রূপগঞ্জ থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে নির্বাচন করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়, ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি মহোদয়,সর্বোপরি বাংলাদেশ পুলিশের মাননীয় আইজি মহোদয়দের কাছে চির কৃতজ্ঞ,চির ঋণি।

এদিকে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন স্বীকৃতিতে রূপগঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে। তবে তাদের বার্তায় রূপগঞ্জ থানা অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় আরো পুলিশ সদস্য বাড়িয়ে বিশেষ তৎপর হওয়ার আহবান জানানো হয়েছে। রাস্তা ঘাট হাট বাজারের নিরাপদ পরিবেশ বজায় রাখার আঁকুতি জানানো হয়েছে।

 
Electronic Paper