সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে চোখের পলকেই বাড়িটি বন্যার পানিতে ভেঙে পড়ল। এরপরেই বাড়িটির কোনো অস্তিত্বই আর পাওয়া যায়নি। প্রবল বন্যার পানিতে মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় এটি। সে সময় বাড়ির সামনে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাড়িটি নদীর একেবারে কাছেই ছিল। ফলে বন্যার পানিতে এর অবস্থান নড়বড়ে হয়ে গিয়েছিল।
তবে বাড়িটি ভেঙে পড়ার সময় এর ভেতরে কেউ ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেরালার কোট্টায়াম এবং ইডুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোট্টায়ামে ১২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।