ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেখ রাসেলকে আলো ছড়ানোর আগেই নিভিয়ে দেয়া হয়েছে: মিসেস আফরুজা বারী

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ গাইবান্ধা
🕐 ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

শেখ রাসেলকে আলো ছড়ানোর আগেই নিভিয়ে দেয়া হয়েছে: মিসেস আফরুজা বারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী বলেন, ‘কী দোষ করেছিল ছোট্ট শিশু শেখ রাসেল? সে তো রাজনীতি করত না। ক্ষমতার দম্ভ দেখানো বা কারো ক্ষতি কিংবা অনিষ্ট করার বয়সও তার হয়নি। অথচ নিষ্পাপ এই শিশুটিকে হত্যা করে চরম প্রতিহিংসাপরায়ণতার নতুন নজির স্থাপন করেছে ঘাতকেরা। শুধু তাই নয়, শিশুহত্যার মতো জঘন্য অপরাধ যারা করল তাদের বিচারের পথও রুদ্ধ করা হয়েছিল দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে।’

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মিসেস বারী আরও বলেন, ‘আজ রাসেল বেঁচে থাকলে রাসেলও হতে পারতো বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি। বিশ্বশান্তি রক্ষায় রাসেল বিশ্ব মানবতার প্রতীক হতো। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। শেখ রাসেল তোমার মৃত্যু নাই, তুমি বেঁচে আছ কোটি শিশুর প্রদীপ হয়ে। তোমাদের বুলেটবিদ্ধ রক্তের ঋণ জাতি শোধিতে পারিবে না কোনদিন।’

পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, সৈয়দ মশিউর রব্বানী আপেল, আহসান আজিজ সরদার, সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, ছাত্রলীগ নেতা রতন মিয়া প্রমূখ।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper