তুতি ট্যুর কোম্পানির বাসটি ক্যাভলোমা প্রদেশ থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দু’টি গাড়ির ওপর আছড়ে পড়ে। পুলিশের বরাত দিয়ে রেডিও প্রোগ্রাম অব পেরু এ কথা জানায়।
স্থানীয় মিডিয়া জানায়, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং অপর দুইজন সান জুয়ান ডি ডিয়োস মেডিকেল সেন্টারে মারা য়ায়।
আহতদের মধ্যে ১৬ জনকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ৬ জনের বয়স ১০ বছরের নিচে। স্থানীয় কর্তপক্ষ ঘটনার তদন্ত করছে।