ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাশিয়ায় মদপানে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

রাশিয়ায় মদপানে ১৮ জনের মৃত্যু

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে মিথানলযুক্ত মদপানের পর তার বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির অনুসন্ধানী কমিটি জানিয়েছে।

শনিবার ওই ব্যক্তিরা মিথানলযুক্ত মদপান করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এটি সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়।

এক বিবৃতিতে দেশটির তদন্ত কর্মকর্তারা বলেছেন, উল্লেখিত তরলটি পান করায় ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের

এর আগে গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে কাজাখস্তান সীমান্তবর্তী এলাকায় অননুমোদিতভাবে উৎপাদিত মদের বিষক্রিয়ায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনা নিয়ে তদন্ত চলার মধ্যেই ইয়েকাতেরিনবুর্গে এ ঘটনা ঘটল।

অনুসন্ধানী কমিটি জানিয়েছে, ইয়েকাতেরিনবুর্গের ঘটনা তদন্ত করে দেখা গেছে, মৃত ব্যক্তিরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল ব্যক্তির কাছ থেকে ওই মদ কিনেছিল। ওই দলের দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

 
Electronic Paper