ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঊর্মিমালা

রানা জামান
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

ঊর্মিমালা

জেগে থেকে ঊর্মিমালা ক্ষেমটা নাচে রচনায় ছান্দসিক
উলটকম্বলে গুণাগুণ কী তা ভেবে যায় না সঙ্গমে

বালির ক্যানভাসে দিনভর আল্পনা আঁকে জানে সে-ই
যত উছলায় তত জন্ম নিতে থাকে ফেনিল অতীত
গভীরে নির্বিঘ্নে ক্ষত ঘুমায় কেমন হয় না পোস্টমর্টেম
ঊর্মিমালা বিরামের চন্দ্রকলা বোঝে না কখনো
কখনো উচ্ছ্বাসে কখনোবা শামুকের ছন্দে চলমান
সূর্যে নির্লিপ্ত হলেও চাঁদে বেড়ে যায় উচ্ছলতা
নৈবেদ্য সকল শুষে খায় বেলাভূমির খাদক
নিয়ম ছাড়াই অভিযানে থাকে পঁয়ষট্টি দিবস ঊর্মিমালা
ঊর্মিমালা যন্ত্রণায় আছে শুরু থেকে- রবে আজীবন।

 
Electronic Paper