ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবিতে দশ তলা বিশিষ্ট দুটি আবাসিক হলের ভিত্তি প্রস্তর স্থাপন

ইবি প্রতিনিধি
🕐 ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

ইবিতে দশ তলা বিশিষ্ট দুটি আবাসিক হলের ভিত্তি প্রস্তর স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১০৬ কোটি টাকা বরাদ্দে দশ তলা বিশিষ্ট একটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কাজের উদ্বোধন করেন।

প্রকৌশল অফিস সূত্রে, বিশ্ববিদ্যালয়ে চলমান ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে হল দুটি। আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। নির্মাণ শেষ হলে হলদুটিতে একইসাথে দুই হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে।

এর আগে বেলা ১২টায় নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে যোগদান করেন মাহবুবউল আলম হানিফ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের কাজের উদ্বোধন হওয়ায় আমি আজ আনন্দিত। একসময় আমরা বিশ্বের কাছে মিসকিনের দেশ হিসেবে পরিচিত ছিলাম। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশে অবকাঠামো উন্নয়ন চলমান। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।’

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে হল দুটির নির্মাণ কাজ শেষ হবে। কাজ সম্পূর্ণ হলে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা অনেকটাই লাঘব হবে।’

 

 

 
Electronic Paper