ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মুকেশ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মুকেশ

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবার বিশ্বের সেরা ধনীর তালিকায় দশ নম্বরে উঠে এসেছেন।

শুক্রবার তার সংস্থার স্টক রেকর্ড ছাড়ায়। এরপরই জেফ বেজোস, ইলন মাস্কের সঙ্গে বিশ্বের সেরা ধনীর তালিকায় নাম লেখান ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, এ বছর মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ১০০.৬ বিলিয়ন ডলার। যদিও ফোর্বসের তথ্যমতে তার সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার।

২০১৬ সালে চালু হওয়া তার টেলিকমিউনিকেশন ইউনিট এখন ভারতের বাজারে সবচেয়ে প্রভাবশালী ইউনিট। গত বছর তার খুচরা ও প্রযুক্তি উদ্যোগ ফেসবুক ও গুগল থেকে শুরু করে কেকেআর অ্যান্ড কোং এবং সিলভার লেকের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে ২৭ বিলিয়ন ডলার অর্জন করেছিল।

আম্বানি এ বছরের জুনে গ্রিন এনার্জিতে তিন বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানান।

মুম্বাইয়ের টিসিজি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান বিনিয়োগ কর্মকর্তা চাকরি লোকাপ্রিয় বলেন, নতুন নতুন প্রযুক্তি নিয়ে নতুন ব্যবসা তৈরিতে মুকেশ আম্বানি এখন সবার উপরে রয়েছেন। এসব ব্যবসায় নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি তা খুব ভালোভাবেই মোকাবিলা করে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

 
Electronic Paper