ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তুরাগ নদে ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২১

তুরাগ নদে ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর গাবতলীর কয়লাঘাট এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন শিশু ও একজন নারী।

শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ পর্যন্ত দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করেছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে।

এর আগে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে আটজন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 
Electronic Paper