ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিমাপে কম দেওয়ায় নোয়াখালীতে ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

পরিমাপে কম দেওয়ায় নোয়াখালীতে ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অকটেন পরিমাপে কম দেওয়ায় হাজী আব্দুল হক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, পরিমাপে কম দেওয়ার ঘটনায় মাইজদী খোকন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রতি ৫ লিটার অকটেনে ৪৭০ মি.লি. অকটেন পরিমাপে কম দিচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশ।

 
Electronic Paper