ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘দেশে এখন টিকার অভাব নাই’

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

‘দেশে এখন টিকার অভাব নাই’

স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, আগামী ২৮ সেপ্টেম্বর বড় পরিসরে সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া দেশে এখন টিকার অভাব নাই। প্রতি মাসেই টিকা আসছে। আশা করি আগামী ডিসেম্বরে দেশের অর্ধেক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। রবিবার বিকেলের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও নবনির্মিত ভবন পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রতিমাসে এখন দুই কোটির বেশি করোনার ভ্যাকসিন আসছে, ফলে ভ্যাকসিন নিয়ে আর কোন সংকট থাকবে না।

মতবিনিময় সভায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংকটের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও মতিবিনিময় সভা শেষে সিনিয়র সচিব মেডিকেল কলেজ হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপনসহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মতিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী সদর হাসপাতাল ও মেডেকেল কলেজের ডাক্তারবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper