ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভ্রমণে এনডোর্সমেন্ট সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

ভ্রমণে এনডোর্সমেন্ট সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

যদি পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থাকে তাহলে তিনি পাঁচ বছরের জন্য একসঙ্গে ৬০ হাজার ডলার এনডোর্স করাতে পারবেন। এখন থেকে পাসপোর্টের মেয়াদ যত বছরের থাকবে তত বছরের জন্য একসঙ্গে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করা যাবে। তবে ব্যক্তি বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করতে পারবে না। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বিদেশ ভ্রমণে এনডোর্সমেন্ট সহজ করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তির অনুকূলে তার পাসপোর্টের মেয়াদ থাকাকালীন আন্তর্জাতিক কার্ডে বৈদেশিক মুদ্রা ছাড় নিতে পারবেন। এক্ষেত্রে বার্ষিক সীমা ১২ হাজার মার্কিন ডলারের বেশি হবে না, ভ্রমণ কোটার অব্যবহৃত অংশ পরবর্তী বছরের জন্য স্থানান্তর যোগ্য হবে না, দেশের বাইরে চাকরি ও ইমিগ্রান্ট হিসেবে কিংবা শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদকালীন এনডোর্সমেন্ট করা যাবে না। তবে সম্পূরক কার্ডধারীরা ভ্রমণ কোটার আওতায় এ সুবিধা পাবেন।

নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্টের মেয়াদ থাকা পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় বা নির্ধারণ সুবিধা গ্রহণ করা না হলে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা ছাড়ের ক্ষেত্রে ঘটনাত্তোর এনডোর্সমেন্ট করতে পারবেন। কার্ডের মাধ্যমে ভ্রমণ ব্যয় বার্ষিক কোটা সীমা অতিক্রম করলে ওই অর্থ গ্রাহকের নিবাসী বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি দ্বারা সমন্বয় করা যাবে। এ জাতীয় হিসাব না থাকলে পরবর্তী বছরের ভ্রমণ কোটার সঙ্গে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার সমন্বয় করতে পারবে।

 
Electronic Paper