ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘লিভ দ্য গেম’ ভিডিওসহ প্রকাশ

খেলাধুলা ডেস্ক
🕐 ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘লিভ দ্য গেম’ ভিডিওসহ প্রকাশ

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের থিম সং ‘লিভ দ্য গেম’ এর ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে আইসিসি।

গতকাল আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমমে আইসিসির ভেরিফাইড পেইজে আপলোড করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লিভ দ্য গেম’। গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। এই থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।

গানটির ভিডিওতে দেখা গেছে ভারতের বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন চরিত্র। কোহলি-পোলার্ডদের নিয়ে বিশ্বকাপ উন্মাদনায় মত্ত ক্রিকেটভক্তরা, ভিডিওতে সেটিই দেখানো হয়েছে।

এছাড়া ভিডিওতে ক্রিকেটপ্রেমি তথা সমর্থকরাও জায়গা পেয়েছেন। প্রিয় ক্রিকেটারের সাক্ষাৎ, তাদের সাথে খেলা, উল্লাসে মেতে উঠা, সবই ফুটে উঠেছে ভিডিওটিতে।

আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী দিনে বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে আসর। একই দিন ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ-স্কটল্যান্ড।

বাছাই পর্ব শেষে ২৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্ব।

 
Electronic Paper