ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমন ধানে মাজরা পোকা

কীটনাশক স্প্রে করেও কোন সুফল মিলছে না

কামরুজ্জামান তোতা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

আমন ধানে মাজরা পোকা

আমনের ভরা মৌসুমে ধানক্ষেতে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমন শুরু হয়েছে। কীটনাশক স্প্রে করেও কোন সুফল পাচ্ছে না কৃষকেরা। মাজরা পোকার হাত থেকে রক্ষা পেতে উপজেলা কৃষি অফিসের কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে অনেক এলাকার কৃষক।

উপজেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, এ বছর কালীগঞ্জ পৌর সভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে ইরি আমন চাষের লক্ষমাত্র ছিলো ১৮ হাজার ৪শত হেক্টর জমিতে। কিন্তু ১৮ হাজার ৬ শত হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এ বছর লক্ষমাত্রার চেয়ে ২ শত হেক্টর জমিতে রোপা আমন চাষ বেশি হয়েছে। ধান রোপনের কিছুদিনের মধ্যেই মাজরা পোকার আক্রমন শুরু হয়েছে। পোকার আক্রমণের কারণে অধিকাংশ ধান গাছের পাতা মরে হলুদ রং ধারণ করেছে। কোনো কোনো জমির ধানগাছ প্রায় পাতা শূন্য হয়ে মাটিতে মিশে যাচ্ছে। বার বার বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা।

কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের কৃষক শাহাজান আলী বলেন, আমি ২০/২৫ বছর যাবৎ ধান চাষ করছি । কিন্তু এবছর যেভাবে মাজরা পোকার আক্রামন দেখা দিয়েছে এমন আক্রমন কোন বছর দেখিনি। জমিতে ৩ বার ঔষধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না।

একই গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, রাইটার, ভিরতাকো, সেলকোলনসহ বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। অন্তত এক যুগ পরে রোপা আমন ধান চাষে এবার লাভের মুখ দেখছে কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এ মৌসুমে আমন ধানে বাম্পার ফলন হবে বলে মনে করছেন। দামও কৃষক যা পেয়েছেন গত এক যুগে এমন বাজার দর পায়নি। সব মিলিয়ে আমন ধান চাষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কৃষকের মুখে হাসি ফুটেছে।

সরেজমিন দেখা গেছে, দিগন্ত মাঠে উপজেলার ভাটপাড়া গ্রামের মাঠে নন্দ দাস নামের এক কৃষকে বোরো ইরি ধান রোপন করতে দেখা গেছে।

তিনি জানান, বহুদিন পর এবার আমন ধানে ভালো দাম পাওয়া গেছে। তাই এবার বেশি করে বোরো ইরি ধান চাষ করছি। তিনি ইতোমধ্যে ব্রি-২৮, বাসুমতি, ও শুভলতা জাতের ৩ বিঘা জমিতে বোরো ইরি ধান রোপণ শেষ করেছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহায়মেনুল ইসলাম বলেন, কিছু কিছু এলাকায় মাজরা পোকার আক্রমন দেখা দিলেও তা নিয়ন্ত্রনে আছে।

 
Electronic Paper