ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শত মানুষকে খাদ্য সহায়তা প্রদান

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১

শত মানুষকে খাদ্য সহায়তা প্রদান

পটুয়াখালীতে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি-এর যৌথ সহযোগিতায় নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর এই সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব মানুষদের মাঝে ২০ সেপ্টেম্বর (সোমবার) পটুয়াখালী সদর উপজেলার তুষগ্রামী গ্রামে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সুবিধাভোগীরা জানান, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষেরা আর্থিক ঝুঁকিতে পড়েছেন সবচেয়ে বেশি। তাদের জন্য খাবারের সামগ্রী ব্যবস্থা করা এক নিত্যদিনের লড়াই। সমাজের এই শ্রেণির ও অসহায় মানুষের কল্যাণে সর্বদা পাশে দাঁড়িয়েছে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি ফাইন্যান্স। তাই আমাল ফাউন্ডেশন ও আইপিডিসি মানবতা ডিপোজিট-এর যৌথ প্রযোজনায় সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেছেন।

স্বেচ্ছাসেবক কে.এম. জাহিদ হাসান বলেন, আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষদের নিয়ে কাজ করছি। এরই অংশবিশেষ আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি-এর সহযোগিতায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 
Electronic Paper