ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নেপাল যাওয়ার পথে দুই রোহিঙ্গা আটক



আনোয়ার হোসেন জুয়েল, পাটগ্রাম (লালমনিরহাট)
🕐 ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১

নেপাল যাওয়ার পথে দুই রোহিঙ্গা আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার পথে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার দিন আগে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ইলিয়াছ হোসেনের ছেলে আনাস (২২) ও একই এলাকার ওসমান গণির মেয়ে সেতুফা বেগম (১৮) (মামাত ফুফাত ভাইবোন) দহগ্রাম সীমান্তের উদ্দেশ্যে গোপনে পালিয়ে আসে।

এরপর দুদিন আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারত হয়ে নেপালে তাদের মামাত ভাই সাকেরের কাছে যেতে দালালের মাধ্যমে দহগ্রাম ইউনিয়ন দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় তারা। বিএসএফ তাদের মারপিট করে শনিবার রাতে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। রাতেই দুজনে পাটগ্রাম রেলস্টেশনে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদের (মিয়ানমারের ওই দুই নাগরিক) দেখে সন্দেহ হলে আটক করে পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইটকে খবর দেয়। মেয়র রাতেই ওই দুজনকে উদ্ধার করে তারা আসলেই রোহিঙ্গা কি না তা নিশ্চিত হতে স্টেশন পাড়ার একটি বাড়িতে হেফাজতে রাখে। তারা রোহিঙ্গা নিশ্চিত হয়ে পৌরসভায় নিয়ে গিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে রাখে।

মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, পৌরসভার পাটগ্রাম রেলস্টেশন থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওই দুই রোহিঙ্গা নাগরিককে স্থানীয় লোকজন আটক করে আমাকে খবর দেয়। আমি উদ্ধার করে খোঁজখবর নেই তারা আসলে রোহিঙ্গা কি না। বিষয়টি নিশ্চিত হলে পাটগ্রাম থানার ওসির নিকট হস্তান্তর করি।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আটক রোহিঙ্গা দুই নাগরিক স্বীকার করেছে তাঁরা অবৈধভাবে ভারত হয়ে নেপাল যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ মারপিট করে আবারও বাংলদেশে পুশব্যাক করে। তাঁরা ২০১৭ সালে বাংলাদেশে আসে ও ২২নং টেকনাফ, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থাকত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

 
Electronic Paper