ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশ চাইলে জাতিসংঘ নির্বাচনী সহায়তা দেবে: মিয়া সেপ্পো

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

বাংলাদেশ চাইলে জাতিসংঘ নির্বাচনী সহায়তা দেবে: মিয়া সেপ্পো

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, ‘বাংলাদেশকে নির্বাচনী সহায়তা দেবে জাতিসংঘ, শুধুমাত্র যদি সেই বিশেষ ক্ষেত্রে কোনো অনুরোধ আসে। জাতিসংঘ নির্বাচনী সহায়তা দেয় না, যতক্ষণ না আমাদের দিতে বলা হয়।’

আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মিয়া সেপ্পো বলেন, ‘পুরো প্রক্রিয়াটি নির্বাচনী সহায়তার অনুরোধের উপর নির্ভর করে। জাতিসংঘ শুধু নিজেরা পদক্ষেপ নেয় না।’

তিনি বলেন, ‘যদি কোনো অনুরোধ আসে, তাহলে সহযোগিতা কাঠামোর আওতায় সহায়তা করতে প্রস্তুত আছে জাতিসংঘ।’

মিয়া এসময় রোহিঙ্গা ও আফগানিস্তান সংকট, ভাসান চর, জলবায়ু পরিবর্তন, করোনা মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), লিঙ্গ সমস্যা এবং সহযোগিতা কাঠামো সম্পর্কিত জাতিসংঘের মতামত শেয়ার করেছেন।

এসময় বক্তব্য দেন ডিক্যাব সভাপতি পান্থ রহমান এবং এর সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

 
Electronic Paper