ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুতর অসুস্থ বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক
🕐 ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

গুরুতর অসুস্থ বাপ্পি লাহিড়ী

ভারতের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বাপ্পি লাহিড়ী। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তিনি। আবার নিজের কণ্ঠেও উপহার দিয়েছেন বহু নন্দিত গান। সেই বাপ্পি লাহিড়ীই নাকি কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন! এমনকি গত পাঁচ মাস ধরে নাকি কথাও বলছেন না তিনি। এমনটাই জানা গেল ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে।

গত এপ্রিলে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার অসুস্থতার খবর শুনে তড়িঘড়ি করে আমেরিকা থেকে ভারতে ছুটে আসেন ছেলে বাপ্পা লাহিড়ী। এখনো বাবার পাশে রয়েছেন তিনি। অবশ্য বাপ্পি লাহিড়ীর কণ্ঠস্বর হারানোর খবরটিকে ভিত্তিহীন দাবি করেছেন ছেলে বাপ্পা।

তিনি বলেন, ‘বাবা বর্তমানে খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। কিন্তু যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে কণ্ঠের বিশ্রাম দিতে বলেছেন।’

বাপ্পা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি গান করার কথা রয়েছে বাপ্পি লাহিড়ীর। তারা আশা করছেন, পূজার আগেই সুস্থ হয়ে যাবেন গায়ক।

উল্লেখ্য, গিনেজ ওয়ার্ল্ড অব রেকর্ডে জায়গা করে নেওয়া সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। তিনি এক বছরে ৩৩টি সিনেমায় ১৮০টি গান করেছিলেন।

 
Electronic Paper