ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় মোট ২২৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার শতকরা ৫ দশমিক ১৮ ভাগ। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

নোয়াখালী কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ জানান, গত ২৪ ঘণ্টায় ১২০ শয্যার কোভিড হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। হাসপাতালে ১০ জন নারী ও একজন পুরুষসহ ১১ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ২ জন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন রোগী।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু বেগমগঞ্জে ৬৯ জন, সদরে ৩৯ ও চাটখিলে মারা গেছেন ৩০ জন রোগী।

সবশেষ জেলার তিনটি পিসিআর ল্যাবে ২৭০টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪, সোনাইমুড়ীতে ৩, সেনবাগে ৩, চাটখিলে ২, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাটে ১ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৯৩ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ৯১৭ জন রোগী।

 
Electronic Paper