ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরাসি বাহিনীর অভিযানে আইএসের ‘সাহেল জিহাদি’ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

ফরাসি বাহিনীর অভিযানে আইএসের ‘সাহেল জিহাদি’ নেতা নিহত

ফরাসি বাহিনীর অভিযানে বৃহত্তর সাহারা অঞ্চলের ইসলামিক স্টেটের প্রধান নিহত হয়েছেন। মার্কিন সৈন্য ও বিদেশি ত্রাণ কর্মীদের ওপর ভয়াবহ হামলা চালানোয় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বৃহস্পতিবার দেয়া এক টুইটার বার্তায় বলেন, ‘ফরাসি বাহিনীর অভিযানে আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবি নিহত হয়েছেন।’

এ অভিযানে এলাকার নাম না উল্লেখ করে মাক্রোঁ বলেন, ‘সাহেল অঞ্চলে সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি বড় সফলতা।’

এ জিহাদি নেতা ২০২০ সালে ফ্রান্সের ত্রাণ কর্মীদের হত্যায় জড়িত ছিলেন এবং নাইজারে মার্কিন বাহিনীর ওপর চালানো ২০১৭ সালের ভয়াবহ হামলার ঘটনায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুলিয়া জারি করা ছিল।

মালি, নাইজার ও বুরকিনা ফাসো অঞ্চলে অধিকাংশ জিহাদি হামলার জন্য বৃহত্তর সাহারা অঞ্চলের ইসলামিক স্টেটকে দায়ী করা হয়।

উল্লেখ্য, সাহরাবির অবস্থানের ব্যাপারে তথ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ২০১৭ সালের ৪ অক্টোবর নাইজারে ভয়াবহ হামলা চালানোয় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। দেশটিতে ওই হামলায় মার্কিন নেতৃত্বাধীন বিশেষ বাহিনীর চার সদস্য ও নাইজারের চার সৈন্য প্রাণ হারান।

 
Electronic Paper