ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

করোনাভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিয়েছে সৌদি আরব সরকার।

প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বিনা মূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি।

সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরব নিউজে বলা হয়, ভিজিট ভিসা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা দেবে মধ্যপ্রাচ্যের দেশটি। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।

প্রাণঘাতী করোনার প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর।

এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে, মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না। এ কাজে সহায়তা করছে সৌদির জাতীয় তথ্য কেন্দ্র।

 
Electronic Paper