ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান করে মো. নাঈম (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই মো. ফাহিম বলেন, বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত মদপান করে নাঈম। বমির পর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। শুক্রবার আবারও বমি করতে থাকে। এতে তার অবস্থা খারাপ হয়। শনিবার আবারও হঠাৎ অবস্থা খারাপ হলে প্রথমে বাংলাদেশ মেডিকেল এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 
Electronic Paper