ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৈকতে আবারও মৃত ডলফিন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০২১

সৈকতে আবারও মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের পানিতে আবারও ভেসে আসে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির লোকদের খবর দেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, মাছটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন পূর্বে তার মৃত হয়েছে। মাছটির গায়ে জালে আটকানো দাগ দেখা যাচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে এ নিয়ে ১৮টি মৃত্যু ডলফিন ভেসে এসেছে। চলতি মাসের ২ তারিখে ১২ ফুটের তারপর আজকেও একটি মৃত ডলফিন আসছে ৬ ফুট লম্বা। ডলফিনের এমন মৃত্যুতে আমরা উদ্বিগ্ন।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, আমি ইতোমধ্যে মৃত ডলফিনটির খবর পেয়েছি। গঙ্গামতি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটিকে সংরক্ষণ করেতে বলেছি।

 
Electronic Paper