ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতীক্ষার অবাসান রাঙ্গাবালীতে, ঘরে ঘরে বিদ্যুতের ঝলকানি

আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০২১

প্রতীক্ষার অবাসান রাঙ্গাবালীতে, ঘরে ঘরে বিদ্যুতের ঝলকানি

বাংলাদেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এখানে দেড় লক্ষাধিক মানুষের বসবাস। জীবনধারায় চরম ব্যাঘাত ঘটছিল বিদ্যুৎবিহীন এখানকার মানুষের। বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া, রাঙ্গাবালী, চালিতাবুনিয়া, মেীডুবী, চরমোন্তাজ, ছয়টি বিছিন্ন ইউনিয়ন নিয়ে গঠিত রাঙ্গাবালী উপজেলা।

উপজেলা ঘোষণার প্রায় এক যুগ পরে বিদ্যুতের আলোয় আলোকিত রাঙ্গাবালী উপজেলা। এ আলো আলোকিত
করেছে উপজেলার প্রত্যেকটি হৃদয়কে। ঘরে ঘরে বইছে আনন্দের আমেজ। মুজিব শতবর্ষ উপলক্ষে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ'- এ স্লোগানকে সামনে রেখে রাঙ্গাবালীর চব্বিশ হাজার পরিবার পাচ্ছে বিদ্যুৎ সংযোগ।

ইতোমধ্যে সম্পূর্ণ উপজেলাকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত আড়াই হাজার পরিবারকে মিটার সংযোগ দেয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বিদ্যুতের সংযোগের শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, এ বিদ্যুতের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পেশার মানুষ সুফল পাবেন।

স্থানীয়রা বলেন, অনেক প্রতীক্ষার পর বিদ্যুৎ পেয়েছি। অনেক দিনের এক স্বপ্নপূরণ হয়েছে। আমরা খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরিক ধন্যবাদ।

পটুয়াখালীর গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মইনউদ্দিন আহম্মেদ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে রাঙ্গাবালীর চব্বিশ হাজার পরিবার পাবে বিদ্যুৎ সংযোগ। ইতোমধ্যে সম্পূর্ণ উপজেলাকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্ভর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুত প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

 
Electronic Paper