ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফের ধরা পড়েছে বিরল প্রজাতির সাতটি সেইল ফিশ

সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
🕐 ৯:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

ফের ধরা পড়েছে বিরল প্রজাতির সাতটি সেইল ফিশ

পটুয়াখালীর কলাপাড়ায় আবারো ধরা পড়েছে বিরল প্রজাতির সাতটি সেইল ফিশ। স্থানীয়দের কাছে এটি পাখি মাছ নামে পরিচিত।

বৃহস্পতিবার রাতে উপজেলার কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালামউল্লাহ নামের এক মাঝির জালে পাঁচটি ও সোবাহান

নামের অপর এক মাঝির জালে দুইটি মাছ ধরা পরে। সাতটির মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও তিনটির ওজন ৩১ কেজি করে।

শুক্রবার দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এম কে ফিস নামের গদিতে বিক্রির জন্য আনা হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাহিরে এর বেশ চাহিদা রয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির সাইন্টিফিক নাম সেইল ফিশ।

দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

উল্লেখ্য, বুধবার রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছ ধরা পড়ে। ৮ টি মাছের মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি করে, ৪ টির ওজন ৫৫ কেজি করে ও অপর ১ টির ওজন ৪০ কেজি।

 
Electronic Paper