ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাবিপ্রবিতে ডিম দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি
🕐 ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

‘সুস্থ সবল জাতি চাই সব বয়সেই ডিম খাই’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ডিম দিবস উদযাপন করেন ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেষ হয় এবং টিএসসির ২য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিভিএম অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক।

প্রফেসর ডা. মোছা. তাহেরা ইয়াসমিনেরর সভাপত্বিতে এবং সহকারী প্রফেসর শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মার্টিন হেনড্রিক পেল্লেবোর দুগ্ধ বিশেষজ্ঞ পুম নেদারল্যান্ড, প্রফেসর উম্মে ছালমা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোঃ ফজলুল হক বলেন, সুস্থ থাকার প্রতিনিয়ত ডিম খেতে হবে। ডিম হল আদর্শ খাবার, শারীরিক গঠনের সকল উপাদান ডিমের মধ্যে বিদ্যমান। প্রতিদিন দুইটা এবং সপ্তাহে ছয় ডিম খাওয়া দরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর উম্মে ছালমা, প্রফেসর ডা. মোছা. তাহেরা ইয়াসমিন, প্রফেসর ডা. মো. আব্দুর গাফ্ফার মিয়া।

উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানে ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষক, কর্মকতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper