ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চড়া দামে ইউরিয়া বিক্রি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
🕐 ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

কুষ্টিয়ার দৌলতপুরে আমনের ভরা মৌসুমে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় হচ্ছে ইউরিয়াসহ অন্য সার। ফলে বাধ্য হয়ে কৃষককে অতিরিক্ত মূল্যে সার কিনতে হচ্ছে। তাছাড়া বিসিআইসির ইউনিয়নভিত্তিক ১৪ জন ডিলার কাগজে থাকলেও অধিকাংশ ডিলারের অস্তিত্ব সরেজমিন খুঁজে পাওয়া যায়নি। এ সুযোগে খুচরা ফড়িয়া, ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রয় করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫০ হেক্টর জমিতে আমন-রোপা আমনের চাষ হচ্ছে এবং আমনের চাহিদা অনুযায়ী উপ-বরাদ্দসহ বিসিআইসির ইউনিয়নভিত্তিক ১৪ জন ডিলারের বিপরীতে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২৬০ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। 

উপজেলার দৌলতপুর ইউনিয়নে ইউনিভার্সেল ট্রেডার্সের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান জানান, ডিলারদের পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। ডিলারদের সার্বক্ষণিক মনিটরিং করা হয় বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, যদি ডিলাররা কর্তব্যে গাফিলতি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
Electronic Paper