ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে ফখরুলের জিডি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

নিজ নামে একাধিক ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে তিনি এ জিডি করেন। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ১৩ জুন এক বিবৃতিতে জানানো হয়, মির্জা ফখরুল ইসলামের নাম, ছবি ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে নিয়মিত বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও ছবি পোস্ট করা হচ্ছে। এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এতে বলা হয়েছিল, বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কোনো ব্যক্তি বা মহল বিএনপির মহাসচিবের নাম, ছবি ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা আর ছবি পোস্ট করছে। এটি করা হচ্ছে, শুধু তাকে বিব্রত করতে। মির্জা ফখরুল ইসলাম এ অপকর্ম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

 

 
Electronic Paper