ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:০৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।

তিনি বলেন, ‘সকাল থেকে নৌরুটে সাতটি ফেরি যোগে যানবাহন ও যাত্রী পারাপার হলেও দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চালা চলা বন্ধ ঘোষণা করা হয়।’

এর আগে কঠোর বিধিনিষেধে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেশি ছিল আজ। বিধিনিষেধের ষষ্ঠ দিন বৃহস্পতিবার প্রতিটি ফেরিতেই শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি গন্তব্যের উদ্দেশে পদ্মা পাড়ি দিতে দেখা যায়। বাংলাবাজার ঘাট থেকে শত শত ঢাকামুখী যাত্রী আসেন শিমুলিয়াঘাট, আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা। তবে ফেরিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি ছিল।

 
Electronic Paper