ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঁদপুরে ৮ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
🕐 ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

চাঁদপুরে ৮ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ ঘণ্টার ব্যবধানে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে। যার মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনার বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। ইতোমধ্যে করোনা আইসোলেশন ইউনিটে রোগীর চাপ এতটাই বেড়েছে যে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। তাই করোনা ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। পাশাপাশি অক্সিজেনও সংকট দেখা দিচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সাথে মৃত্যু।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্ল্যাহ বলেন, মূলত এসব মৃতদের বেশিরভাগের বাড়ি গ্রামে। তারা একেবারে সচেতন না। যে কারণে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই সবাইকে সচেতন হওয়া ছাড়া বিকল্প নাই।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, জেলায় গতকাল পর্যন্ত মৃত্যুবরণ করেন ১৬৩ জন। এছাড়াও বুধবার (২৮ জুলাই) চাঁদপুরে রেকর্ড ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 
Electronic Paper