ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদেশগামী শিক্ষার্থী টিকা আবেদনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২১

বিদেশগামী শিক্ষার্থী টিকা আবেদনের মেয়াদ বাড়ল

বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন গ্রহণের মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী শনিবার বিকেল ৫টা পর্যন্ত তাদের আবেদন সংগ্রহ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে গত মঙ্গলবার একটি পরিপত্র জারি করা হয়। এতে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়।

টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন শুরু হয় গত ১৩ জুলাই, যা শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল গত মঙ্গলবার। আবেদনের শুরুর দিন থেকে ২১ জুলাই পর্যন্ত যে গুগল ফর্মে নেওয়া হয়েছিল সেটি গত ২২ জুলাই প্রযুক্তিগত ত্রুটির জন্য পরিবর্তন করা হয়।

 
Electronic Paper