ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলাপাড়ায় লকডাউনের ২য় দিনে ১৫ জনকে অর্থদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

কলাপাড়ায় লকডাউনের ২য় দিনে ১৫ জনকে অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি না মানায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

শনিবার সকাল ১০.৪৫টা থেকে দুপুর ২.৪৫টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার এবং আলিপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৫ জনকে সর্বমোট ২৭ হাজার আটশত পঞ্চাশ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলার মহিপুর এবং আলীপুর বাজারে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৫ জনকে পৃথক মামলায় ২৭৮৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

 
Electronic Paper