ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অপহরণ মামলায় সংরক্ষিত নারী ইউপি সদস্যের স্বামী গ্রেফতার

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

অপহরণ মামলায় সংরক্ষিত নারী ইউপি সদস্যের স্বামী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে অপহরণের মামলায় সংরক্ষিত নারী ইউপি সদস্যের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আতিকুল ইসলামের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত ওমর আলীর পুত্র বখাটে জাহেদুল ইসলাম (২৫)। অপহরণের পর থেকে জাহেদুল ইসলামের বড় ভাই আনারুলসহ স্বজনরা অপহৃত ওই ছাত্রীকে তার পিতার কাছে ফিরিয়ে দেয়ার নামে তালবাহনা করেন। বাধ্য হয়ে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি অপহরণ মামলা করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরণকারী জাহেদুল ইসলামের বড় ভাই ও বেলকা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মুক্তা বেগমের স্বামী আনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেন।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নমব শ্রেণির ছাত্রীর অপহরণের ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। এজাহারে বর্ণিত আসামি আনারুলকে গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
Electronic Paper