ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ১১:২৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বর্ণালী সৃষ্টির জন্য কি প্রয়োজন?
ক. প্রিজম খ. দর্পণ
গ. লেন্স ঘ. বিভিন্ন বর্ণের আলো
২. আলোক চিত্রগ্রাহী প্লেট কিসের তৈরি?
ক. কাচ খ. লোহা
গ. সেলুলয়েড
ঘ. প্লাস্টিক
৩. যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করেÑ
ক. ডায়নামো
খ. মোটর
গ. অ্যাডাপটর
ঘ. অ্যামিটার
৪. মুখ্য রংধনুর বৃত্তের ভেতরের দিকে কোন রং থাকে?
ক. লাল খ. হলুদ
গ. বেগুনী ঘ. নীল
৫. আকাশে রংধনু সৃষ্টির কারণ-
ক. বৃষ্টির কণা
খ. বায়ুস্তর গ. ধূলিকণা
ঘ. অতি বেগুনী রশ্মি
৬. বিবর্ধক কাচ হচ্ছে-
ক. সমতল লেন্স
খ. উত্তল লেন্স
গ. অবতল লেন্স
ঘ. ফোকাল লেন্স
৭. লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
ক. লোকভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
খ. শূন্যঘরে শব্দ শোষণ বেশি হয়
গ. শূন্যঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্যঘর নীরব থাকে
৮. তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা-
ক. কমে খ. বাড়ে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনটিই নয়
৯. শব্দের সাহায্যে নির্ণয় করা যায় না-
ক. দূরবর্তী স্থানে উচ্চতা
খ. বস্তুর ঘনত্ব গ. শব্দের বেগ
ঘ. সমুদ্রের গভীরতা
১০. কোনও স্থানের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
ক. ৩ গুণ বাড়বে
খ. ৩ গুণ কমবে
গ. ৯ গুণ বাড়বে
ঘ. ৯ গুণ কমবে
১১. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর বড় কারণ-
ক. কম্পিউটার
খ. অফসেট পদ্ধতি
গ. ফটোগ্রাফি
ঘ. প্রসেস ক্যামেরা
১২. নিচের কোনটি ট্রানজিস্টারের অংশ নয়?
ক. নিঃসারক
খ. সংগ্রাহক
গ. পীট ঘ. সীট
১৩. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতরে কী গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন খ. হিলিয়াম
গ. নিয়ন ঘ. অক্সিজেন
১৪. কোনটি চৌম্বক পদার্থ?
ক. পারদ
খ. বিসমাথ
গ. এ্যান্টিমনি
ঘ. কোবাল্ট
১৫. ক্যাসেট ফিতার শব্দ রক্ষিত হয় কি হিসাবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসাবে
খ. মেমোরি চিপ হিসাবে
গ. চুম্বক হিসাবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসাবে
১৬. সাধারণ ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে থাকে-
ক. কার্বন দণ্ড ও দস্তার কৌটা
খ. তামার দণ্ড ও দস্তার দণ্ড
গ. তামার পাত ও দস্তার পাত
ঘ. তামার দণ্ড ও দস্তার কৌটা
১৭. পরিবাহিতার একক কোনটি?
ক. নিট খ. লুসেন
গ. ওহম ঘ. সিমেন্স
১৮. সূর্যের শক্তি উৎপন্ন হয়-
ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে
১৯. প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে?
ক. ক্ষমতা খ. গতিশক্তি
গ. কাজ ঘ. রূপান্তরিত শক্তি

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক ২. গ ৩.ক ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper