ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম
🕐 ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন : ঘাত বল কী?
উত্তর : খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।
প্রশ্ন : ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি লিখ।
উত্তর : একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।
প্রশ্ন : মৌলিক বল কাকে বলে?
উত্তর : যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে মৌলিক বল বলে।

প্রশ্ন : নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রলিপিয়া ম্যাথমেটিকা’র মূল উপজীব্য কি ছিল?
উত্তর : বস্তুর গতি।
প্রশ্ন : তাড়িতচৌম্বক বল কিরূপ বল?
উত্তর : মৌলিক বল।
প্রশ্ন : সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগীতায় দেখতে পাওয়া যায়?
উত্তর : রশি টানাটানি।
প্রশ্ন : জড়তা ও বলের ধারণা নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়? উত্তর : প্রথম সূত্র।
প্রশ্ন : ভর কিসের পরিমাপ?
উত্তর : জড়তা।
প্রশ্ন : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়- উত্তর : স্থিতি জড়তা
প্রশ্ন : বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : মহাকর্ষ।
প্রশ্ন : অস্পর্শ বলের উদাহরণ কোনটি?
উত্তর : অভিকর্ষ বল।
প্রশ্ন : একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হল-
উত্তর : দূরবর্তী বল।
প্রশ্ন : যে কোনো তলের অবশ্যই কি থাকবে? উত্তর : ঘর্ষণ।
প্রশ্ন : ভরবেগে কিসের ওপর নির্ভর করে?
উত্তর : ভর ও বেগ।
প্রশ্ন : বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?
উত্তর : ভরবেগ।
প্রশ্ন : ত্বরণ ধনাত্মক হলে- উত্তর : বেগ বৃদ্ধি পায়
প্রশ্ন : গাড়িতে নিরাপদে ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
উত্তর : গাড়ির গতি নিয়ন্ত্রণ।
প্রশ্ন : নিউটনের প্রথম সূত্রকে কীসের সূত্র বলা হয়?
উত্তর : জড়তার সূত্র
প্রশ্ন : কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
উত্তর : অভিকর্ষ ।
প্রশ্ন : নিউটনের ২য় সূত্রকে কীসের সূত্র বলা হয়?
উত্তর : বলের সূত্র।
প্রশ্ন : ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কিরূপে আবির্ভূত হয়?
উত্তর : তাপশক্তিরূপে।
প্রশ্ন : সাইকেলের চাকায় কোন ধরনের ঘর্ষণের সৃষ্টি করে?
উত্তর : আবর্ত ঘর্ষণ।
প্রশ্ন : বায়ুর বাধা কী ধরনের বল?
উত্তর : ঘর্ষণ বল।
প্রশ্ন : কোনো গাড়ির গতিশক্তি ৯ গুণ হলে এর বেগ কত হবে?
উত্তর : ৩ গুণ।
প্রশ্ন : ১৫ কেজি ভরের একটি বন্দুক হতে ২০০সং-১ বেগে ১০ম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? উত্তর : ১.৩৩ সং-১
প্রশ্ন : ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
উত্তর : গতির ২য় সূত্র থেকে।
প্রশ্ন : কোন বলের প্রভাবে আমরা রাস্তার ওপর দিয়ে হাঁটতে সক্ষম হই?
উত্তর : প্রতিক্রিয়া বল।
প্রশ্ন : ৪০ঘ বল দ্বারা একটি ৪০শম ভরের পাথরকে ধাক্কা দেয়া হলে পাথরটির ত্বরণ কত হবে?
উত্তর : ১ সং-১
প্রশ্ন : ত্বরণের একক কী?
উত্তর : সং-২
প্রশ্ন : বলের একক কী?
উত্তর : ঘ (নিউটন)।
প্রশ্ন : বস্তুর বাধা কোন বলের বিপরীতে কাজ করে?
উত্তর : অভিকর্ষ বলের।

মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper