ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনাভাইরাসে মৃত্যু-শনাক্ত

সব রেকর্ড ভেঙে গেল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২১

সব রেকর্ড ভেঙে গেল ভারতে

বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। যেন হঠাৎ করেই লাগামছাড়া হয়ে উঠেছে করোনাভাইরাস মহামারি। কেননা বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিদিনই ভাঙছে অতীতের যেকোনও সময়ের সংক্রমণের রেকর্ড। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। এদের মধ্যে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোতে রীতিমতো এর বিস্ফোরণ ঘটেছে।

দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে ব্রাজিল। প্রতিদিন বিশ্বের এক-চতুর্থাংশ করোনাজনিত মৃত্যু হচ্ছে লাতিন আমেরিকার দেশটিতে।

মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে রোজ শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে ভারতে। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে এক লাখ ১৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে দেশটিতে দৈনিক সংক্রমণের এটিই সবচেয়ে বড় পরিসংখ্যান। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে সর্বোচ্চ এক লাখ তিন হাজার ৮৪৪ জন আক্রান্তের খবর দেয়। বুধবারের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় এক কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ লাখ আট হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হলো।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে, যা গত চার মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ৫ নভেম্বর এত বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। গত সোমবার দেশটিতে প্রথমবারের মতো দৈনিক এক লাখ সংক্রমণের খবর আসে।

এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

 
Electronic Paper