প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
বাংলা সাহিত্য
আবু সাঈদ
🕐 ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই
১. বাংলা ছোট গল্পের জনক কে?
ক. পেত্রার্ক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. মরদন
৩. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
ক. নষ্টনীড়
খ. একরাত্রি
গ. জীবিত ও মৃত
ঘ. সমাপ্তি
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. টেমিং অব শ্রু
খ. মার্চেন্ট অব ভেনিস
গ. কমেডি অব এররস
ঘ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
৫. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক. পেত্রার্ক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৬. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ক. মনীষা মঞ্জুসা
খ. ভাষার ইতিবৃত্ত
গ. আধুনিক ভাষাতত্ত্ব
ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা
৭. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. চন্দ্রাবতী
খ. মনসুর বয়াতি
গ. দ্বিজ কানাই
ঘ. কানা হরিদত্ত
৮. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. কৃষচন্দ্র মজুমদার
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. রাম নারায়ণ তর্করত্ন
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
৯. ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আবদুল লতিফ
খ. গিরিশচন্দ্র সেন
গ. সৈয়দ আমীর আলী
ঘ. কাজী আকরাম হোসেন
১০. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
ক. তারিণীচরণ মিত্র
খ. হরপ্রসাদ রায়
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ঘ. চণ্ডীচরণ মুনশি
১১. ‘উদাসীন পথিকের মনের কথা’- কোন জাতীয় রচনা?
ক. আত্মজৈবনিক উপন্যাস
খ. গীতিকবিতার সংকলন
গ. অতিপ্রাকৃত গল্প
ঘ. নাটক
১২. ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের ‘বড়ায়ি’ কী ধরনের চরিত্র?
ক. জনৈক গোপবালা
খ. শ্রী রাধার ননদিনী
গ. রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি
ঘ. শ্রী রাধার শাশুড়ি
১৩. ‘ইয়ংবেঙ্গল’ কী?
ক. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
খ. একটি সাময়িকপত্রের নাম
গ. একটি সাহিত্যগোষ্ঠীর নাম
ঘ. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
১৪. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বিয়ে পাগলা বুড়ো
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. কল্কি অবতার
ঘ. কিঞ্চিত জলযোগ
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. মধ্যবর্তিনী খ. প্রায়শ্চিত্ত
গ. ক্ষুধিত পাষাণ ঘ. শেষ কথা
১৬. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. বেঙ্গল গেজেট
খ. দিগদর্শন
গ. সমাচার দর্পণ
ঘ. সংবাদ প্রভাকর
১৭.বাংলা উপন্যাসের জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৮. আনন্দমঠ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।
উত্তর : ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ক।
