ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিম্ফনি

রেজাউদ্দিন স্টালিন
🕐 ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

ভেঙে পড়ছে
    দূরে
    ঐখানে
    হয়তো কাছে


ভেঙে পড়ছে ধীরে অন্তহীন

ভেঙে পড়ছে-মুহূর্ত
    মৃত্যু
    জন্ম
    ক্ষুধা
    চিৎকার

ভেঙে পড়ছে দূরে বহুদূরে
    দিগন্ত
    অসীম
    অগণিত
    অন্তহীন

 ভেঙে পড়ছে
    অধঃ
    নৈঋত
    ঊর্ধ

 ভেঙে পড়ছে
    স্বপ্ন-ঈশান
    ভ্রূক্ষেপহীন ক্রমাগত
    ভেঙে পড়ছে
    ভেঙে ভেঙে পড়ছে
    নৈঃশব্দ

 

রেজাউদ্দিন স্টালিন
জন্ম : ২২ নভেম্বর ১৯৬২, যশোর
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ‘আশীর্বাদ করি আমার দুঃসময়কে’, ‘আঙুলের জন্য দ্বৈরথ’, ‘হিংস্র নৈশ্যভোজ’, ‘সব জন্মে শত্রু ছিল যে’।

 
Electronic Paper