ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছেলেকে দেখতে এসে প্রাণ গেল বাবার

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২১

ছেলেকে দেখতে এসে প্রাণ গেল বাবার

ছেলেকে দেখতে এসে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-মাইজদী সড়কে পিকআপভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বাবার।

নিহত সিএনজি যাত্রী মো. মিলন (২৪)। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।

শনিবার বিকেলে ওই উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্তঃপুর গ্রামের রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিলন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শীলমুদ গ্রামের আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি ছেলে প্রসব করেন মিলনের স্ত্রী। শনিবার দুপুরে নিজ বাড়ী বজরা থেকে শালীকে নিয়ে সিএনজি যোগে ছেলেকে দেখতে জেনারেল হাসপাতালে আসতেছিলেন মিলন। পথে তাদের বহনকারী সিএনজিটি চৌরাস্তা-মাইজদী সড়কের অন্তঃপুর রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের সিএনজি ও একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপায় দেয়। এ

তে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে মিলন ও মোটরসাইকেল আরোহীসহ ৬জন গুরুত্ব আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 
Electronic Paper