ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দাঁতের শিরশিরানি দূর ও ঝকঝকে করবে তেজপাতা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

দাঁতের শিরশিরানি দূর ও ঝকঝকে করবে তেজপাতা

ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা আমরা সকলেই অনেকবার শুনেছি। বড়দের দেখাদেখি দাঁতের যত্ন নেওয়ার নানা রকম উপায়ও শিখেছি। দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি! দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া হয় শুধু হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে ঘরোয়া উপাদানে দাঁত ঝকঝকে সুন্দর করতে পারেন।

উপাদানটি হলো তেজপাতা। দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সঙ্গে যেমন, কমলালেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।

উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে)
কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ),
মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

প্যাক তৈরির পদ্ধতি:

• প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।
• কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।
• এ বার এই সব উপকরণের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দু’দিন না তিন দিন ব্যবহার করবেন। সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে, সুন্দর দাঁত।

সূত্র: জি২৪ঘণ্টা   

 
Electronic Paper